Sorwer-E-Morshed
Certificate
Education
Document
প্রকৌঃ মোঃ সরোয়ার-ই-মোরশেদ- সনি
B.Sc. Engr (Civil)
Design Engineer
ও
পিতা: মোঃ গোলাম রব্বানী
স্বর্ণকুঠির, কোর্টপাড়া
শৈলকুপা, ঝিনাইদহ
(১৯৯৯- শেষ পর্যন্ত)
মোঃ সরোয়ার-ই-মোরশেদ- সনি জন্ম গ্রহণ করেন ১৯শে জানুয়ারী ১৯৮৩ সালে শৈলকুপা উপজেলায়। পিতা: মোঃ গোলাম রাব্বানী পেশায় একজন ব্যবসায়ী, থাকেন শৈলকূপায়। মাতা: মিসেস সিতারা জাহান, শৈলকুপা পাইলট গালর্স স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা। একমাত্র বড় বোন প্রকৌঃ জাহান-ই-শবনম আমারই সহধর্মিনী। সেই দিক থেকে সনি আমার পরম আত্মীয় এবং আদরের ছোট ভাই (শ্যালক) তার সমস্ত আবদার যেন এই একমাত্র
বোনের নিকট। বোনও অত্যন্ত আদর করেন এই সনিকে। সনি ১৯৯৭ সালে যশোর বোর্ডের অধীনে শৈলকুপা পাইলট হাই স্কুল হতে কৃতিত্বের সাথে প্রথম শ্রেণীতে S.S.C সম্পন্ন করেন, ততঃপর ১৯৯৯ সালে ঐ একই বোর্ডের অধীনে শৈলকুপা কলেজ হতে দ্বিতীয় শ্রেণীতে H.S.C সম্পন্ন করেন। সর্বশেষ ২০০৪ সালে The University of Asia Pacific (UAP) থেকে B.Sc. Engr (Civil), প্রথম শ্রেণীতে ২য় স্থান (C.G.P.A- 3.30) অর্জন করেন। তাহার গবেষনার প্রবন্ধ ছিল
“Dynamic Analysis and Experimental Verification of Bridge Vibration” 2005 সাল থেকে কর্মজীবন শুরু হলে তাহারে আর পিছনে ফিরে থাকতে হয়নি। কর্মজীবনে ২০০৯ সালে জানুয়ারী হতে ২০১১ইং জুন পর্যন্ত অষ্ট্রেলিয়া ভিত্তিক ঝগঊঈ. SMEC. International (বাংলাদেশী নাম ACE Bangladesh (Associate, Consultant Engineering, Bangladesh) এ কর্মরত ছিলেন। ২০১১ইং জুলাই হতে ২০১১ ডিসেম্বর পর্যন্ত Design Development Consultant (DDC), , ২০১০ইং জানুয়ারী হতে ২০১২ইং জুন পর্যন্ত LGED এবং বর্তমানে পুনরায় ২০১২ইং জুলাই হতে SMEC. International Design Engineer হিসেবে কর্মরত রহিয়াছেন।
৮ই মে ২০০৯ইং তারিখে মিসেস জুলিয়া খাতুন- জুলির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সনি। জুলি একজন অত্যন্ত সুন্দর মনের মানুষ। সে একজন আদর্শ সহধর্মিনী এবং সাংসারিক মহিলা।
সব সময় ভাবনা সনিকে নিয়ে, সনির প্রতি ভালবাসার শেষ নেই। সব সময় স্পেশাল কেয়ার (বিশেষ যতœ) তার প্রতি। একমাত্র কন্যা সন্তান শারলিজ জানান সাওদা (রূপ) জন্ম গ্রহণ করে ০৭ই জানুয়ারী ২০১৩ইং তারিখে। আমি তাদের বর্ণাঢ্য কর্মজীবন এবং সাংসারিক জীবনের সুখ ও সমৃদ্ধ কামনা করে শেষ করছি আজকের এই স্মৃতি চারণ পর্ব।
মিসেস জুলিয়া খাতুন
মিসেস জুলিয়া খাতুন
ঝিনাইদহ।
মিস জুলিয়া খাতুন একজন সুন্দরী ও মার্জিত নারী, যিনি জনম্মগ্রহণ করেন ঝিনাইদহ জেলায় ৩ই নভেম্বর ১৯৮৩ সালে। পিতা মোঃ আলতা মাসুল ইসলাম “মোস্তাফা”, পরিবার পরিকল্পনা দপ্তরে চাকুরী করতেন । তিনি একজন অসম্ভব্য ভাল মানুষ। মাতার নাম মোছাঃ রেবেকা রানু। তিনিও পরিবার পরিকল্পনা দপ্তরে চুকুরী করতেন। কিন্ত বিধাতার ইচ্ছায় গত ৫উ জুন ২০১৩ ইং তারিখে তিনি
মৃত্য বরণ করেন (ইন্না-ইল্লাহ…-রাজেউন)। মিস জুলিয়া খাতুন ২ বোন ১ ভাই এর মধ্যে ২য় সন্তান। বড় বোন দিপ্তী আরা থাকেন ঝিনাইদহ শহরে।
তাহার স্বামী একজন প্রতিষ্টিত ব্যাবসায়ী আর ছোট ভাই মাহফুজুল হক রনী থাকেন তাহার স্ব-স্ত্রীকে নিয়ে রাজধানী শহর ঢাকাতে।
মিসেস জুলিয়া খাতুন ছোট কাল থেকে চঞ্চল চিত্রের ও সংসারী এক মহিলা।
কিভাবে মানুষের মনকে জয় করতে হয় তাহা সে খুব ভাল ভাবেই জানেন। জুলিয়া খাতুন ঝিনাইদহ জেলার কাঞ্চনপুর হাই স্কুল হতে ২০০০ সালে অত্যান্ত কৃতিত্রের সাথে এস, এস, সি (SSC) পাশ করেন। পরবর্তীতে পিতার
চাকুরী জনিত কারনে শৈলকুপা উপজেলায় চলে আসতে হয় তাহার পরিবারকে। এবং এই কারনে শৈলকুপা ডিগ্রী মহা-বিদ্যালয় হইতে ২০০৩ সালে এইচ, এস, সি (HSC) পাশ করেন। পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য রাজধানী শহর ঢাকাতে আসতে হয়। জুলিয়া খাতুন কে ঢাকা বিশ্ব-বিদ্যালয় এর অধীন হোম ইকোনমিকস কলেজ হইতে টেক্রাটাইল এন্ড ক্লোথিং এর বিষয় ২০০৯ সালে B. Hon’s ডিগ্রী অর্জন করেন এবং পরবর্তীতে ২০১১ সালে ঢাকা বিশ্ব-বিদ্যালয় হইতে M. Sc. ডিগ্রী অর্জন করেন।
জুলিয়া খাতুন এর সাথে পরিচয় হয় আমার শ্যালক বাবু ডিজাইং প্রকৌশলী মোঃ সরয়ার-ই-মোরশেদ সনির সাথে ২০০১ সালের দিকে। জুলিয়া খাতুন তাহার মনমুগ্ধ ব্যাবহারে সনির মনকে
জয় করে ফেলে। পরবর্তীতে সনির মা-বাবা তাহার ব্যাবহারে আকৃষ্ট হয় এবং সর্বশেষে ৮ই মে ২০০৯ সালে মিসেস জুলিয়া খাতুন, প্রকৌশলী সরোয়ার-ই-মোরশেদ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। জুলী ও সনির সাংসারিক জীবন অত্যান্ত মধুময়ী ও স্বার্থক। তাহাদের কোল জুড়ে আসে একটা সুন্দর কন্যা সন্তান। নাম শারলিজ জানান “শাওদা”।
তাহাদের এই সফল সাংসারিক জীবন এর প্রতি রহিল আমার দোয়া ও একগুচ্ছ ভালবাসা।
শারলিজ জানান
শৈলকুপা,ঝিনাইদহ।
মিস শারলিজ জানান- “শাওদা” জম্মগ্রহন করে ৭ই জানুয়ারী ২০১৩ ইং সালে ঝিনাইদহ শহরে। পিতা প্রকৌঃ সরোয়ার-ই-মোরশেদ সনি এবং মাতা মিসেস
জুলিয়া খাতুন। থাকেন ঢাকা শহরে। শাওদা অত্যান্ত চঞ্চল ও সবার নজর আকর্ষন করার অত্যান্ত ক্ষমতা তার। খুব সহজেই সবার প্রিয় হয়ে উঠে। দেখতে খুব সুন্দরী বাচ্চা হওয়ায় সবাই তাহাকে ”রুপ” বলে ডাকে।
সব সময় হই-চৈই, খেলাধুলা গান গেয়ে পুরা বাড়ী মাতিয়ে রাখে “রুপ”। অত্যান্ত মেধাবী এই রুপ মাত্র ৩ বৎসর বয়সে কম্পিউটারে ভিষন পারদর্শী হয়ে উঠে।
লেখাপড়ার প্রতি অত্যান্ত মনোযোগী – আমার বিশ্বাস সে একদিন বড় হয়ে পুরা পরিবার সহ দেশের নিতী-নির্ধারক হিসাবে নিজেকে প্রতিষ্টিত করবে এই দোয়ায় শেষ করছি আজকের এই সৃতি চারন পর্ব।
VDO GALARY
Sower-E-Morshed “Sony”-01
Sower-E-Morshed “Sony”-02
Julyia Khatun -01
Sarliz Janan “Sawda” Rup -01
Sarliz Janan “Sawda” Rup -02
Sarliz Janan “Sawda” Rup -03
Sarliz Janan “Sawda” Rup -04
Sarliz Janan “Sawda” Rup -05
Sarliz Janan “Sawda” Rup -06
Sarliz Janan “Sawda” Rup -07
Sarliz Janan “Sawda” Rup -06
Sarliz Janan “Sawda” Rup -07
Sarliz Janan “Sawda” Rup -08
Sarliz Janan “Sawda” Rup -09
Julia Khatun
Personal Photo
- Sorwer Sony Single Photo-3480(1)
- Sorwer Sony Best (Smart) Photo-3480(2)
- Sorwer Sony Passport Size-3480(3)
- Sorwer Sony Special Photo-3480(4)
- Julya Khatun Single Photo-3580(5)
- Julya Khatun Best (Sweet) Photo-3580(6)
- Julya Khatun Passport Size-3580(7)
- Julya Khatun Special Photo-3580(8)
- Sony & July Cutting Photo-3480(19)
Marriage & Birth-Day
Self Family Photo
- Sower,Sony & July (Double)-3480(30)
- Sony’s Son (Son’s) Single Photo-6480(31)
- Sawda Rup (Daughter) Single Photo-6580(32)
- Sony & Potus(Son)-3480(34)(1)
- Sony & Sawda Rup-3480(34)(2)
- July & Sawda Rup-3580(35)
- Sony Rup & Sabeen,photo -3485(36)(1)
- Sawada & Ausharjo Photo- 6580(36)(2)
- Sawda & Shabnam photo-6580(36)(3)
- July Sawda & Other-3580(36)(4)
- Sower,Sony Family All Member Speared Photo-3480(38)
- Sower,Sony Family Combined Photo-3480(39)
Parent Family (Warash) Photo
Father Side Relative Photo
Mother Side Relative Photo
Sister Side Relative Photo
Local Tour Photo
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |