Zahan-E-Shabnam

Search:

Translate:

জাহান-ই-শবনম

সরকারী চাকুরী জীবন (২০০০-২০৩৫ সাল)

জাহান-ই-শবনম ছাত্রী জীবন শেষ করে চাকুরীর খোঁজে চলে আসেন ঢাকায়। সেনাবাহিনীতে গ্যারিশন ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োগ পান, কিন্তু সেনাবাহিনীর নিয়ম কানুন এবং ঢাকার বাইরে পোষ্টিং হওয়ার সম্ভাবনা কম থাকায় শেষ পর্যন্ত ঐ চাকুরীতে যোগদান করা সম্ভব হয়নি।
তা ছাড়া বাংলাদেশ বিজ্ঞান ও পরমানু কেন্দ্রে ঢাকাতে চাকুরী মিলে যায় কিন্তু সেই চাকুরীতে যোগদান করা হলো না।
অবশেষে প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকীর দেওয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যোগদান করেন জাহান-ই-শবনম  ।
২০০০ সালে ১লা ফেব্র“য়ারীতে সিদ্ধিরগঞ্জ ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে অস্থায়ী ভাবে সহকারী প্রকৌশলী হিসাবে নিয়োগ পান। ৮ই মার্চ ২০০০ইং সালে স্থায়ী ভাবে নিয়োগ পান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে। পরবর্তীতে ৬মে ২০০০ সালে পোষ্টিং হয় ভেড়ামারা বিদ্যুৎ কেন্দে ।  ২০০২ সালের ২৩ মার্চে পোষ্টিং হয় কুষ্টিয়া নির্বাহী প্রকৌশী -০২ এর অধীনে সহকারী প্রকৌশলী হিসাবে। ১৬ই ডিসেম্বর ২০০৭এ সিনিয়র সহকারী প্রকৌশলী হিসাবে পদোন্নতি সহ দায়িত্ব পান। ২০১০ সালে ১৫ই মার্চ পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানীর পশ্চিম জোনে ১১০ ভোল্ট ডিসি ব্যাটারী ও ব্যাটারী  চার্জার ক্রয়ের উদ্দেশ্যে ভারতের হায়দ্রাবাদ অন্ধ্র প্রদেশে গমণ করেন।
২০১১ সালে ১৪ই মে বিক্রয় ও বিতরণ বিভাগ-০১ ওজোপাডিকোতে সিনিয়র সহকারী প্রকৌশলী হিসেবে পোষ্টিং পান এবং একই বছরে ২০ শে নভেম্বর উপ-বিভাগীয় প্রকৌশলী হিসাবে পদোন্নতি পান। ১৬ই ডিসেম্বর ২০১১ তে নির্বাহী প্রকৌশলী-২ বিক্রয় ও বিতরণ বিভাগে চলতি দায়িত্ব পান। ২০১২ সালে ১৯শে এপ্রিল নির্বাহী প্রকৌশলী (এক্সক্লুসিভ) বিক্রয় ও বিতরণ-১, ওজোপাডিকোতে নিয়োগ পান। ২০১৩ সালের ২৯শে জুন নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকো কুষ্টিয়াতে যোগদান করেন। ২০১৩ সালের জুলাই ২১ ইং তারিখ, নির্বাহী প্রকৌশলী (স্থায়ী) বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকোলিঃ, কুষ্টিয়া  হিসাবে পদোন্নতি পান- জাহান-ই-শবনম এবং যোগদান করেন । ১২ই আগষ্ট ২০১৩ইং তারিখে নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকো যশোর দপ্তরে পোষ্টিং পান প্রকৌ: জাহান-ই-শবনম

Scroll to Top