জাহান-ই-শবনম ২০শে জুলাই ১৯৭৪ সালে কালিগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতার নাম মোঃ গোলাম রব্বানী এবং মাতার নাম সিতারা-জাহান। বাবা-মার এক মাত্র কন্যা সন্তান জাহান-ই-শবনম শিশু কাল কেটেছে মায়ের কড়া শাসন ও অত্যন্ত যতেœ। মা সব সময় মেয়েকে আগলে রাখতেন জীবনের সমস্ত শক্তি ও ভালবাসা দিয়ে। কি করে মেয়েকে মানুষের মত মানুষ করতে হবে এই চিন্তা।
২০ শে জুলাই ১৯৭৪ সাল,
এই দিন জাহান-ই-শবনম মিলন ভোর ৫.০০ টায় রবিবার কালীগঞ্জ পুকুরিয়া গ্রামে নানীর বাসায় জন্ম গ্রহণ করেন।
জাহান-ই-শবনম কে কিন্ডার গার্টেন স্কুল, শৈলকুপায় ভর্তি করে দেওয়া হয়। ১লা জানুয়ারী, ১৯৭৮ সাল ,
এই শিশু বয়সে তাকে প্রাথমিক বালিকা বিদ্যালয় ১ম শ্রেণীতে ভর্তি করে দেওয়া হয়।
১৯৮৩ সাল, জাহান-ই-শবনম ৫ম শ্রেণীতে টেলেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হয়।
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা’ ৮৩ শিশু একাডেমী কমিটি হতে নৃত্যে ১ম পুরস্কার ও সনদপত্র লাভ করে।
জাহান-ই-শবনম প্রাইমারী স্কুলের শিক্ষা শেষ করে মা সিতারা জাহান এর শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এ ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়।
১৯৮৭ সাল জাহান-ই-শবনম ৯ম শ্রেণীতে উত্তীর্ণ হয় এবং বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। ক্লাসে রোল হয় দুই।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক মৌসুমী পুরস্কার প্রতিযোগীতা ১৯৮৭’র উপস্থিত বিতর্ক (দলগত ভাবে) শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষে অংশ গ্রহণ করে ১ম স্থান অধিকার করে এবং সনদপত্র লাভ করে।
মৌসুমী শিশু পুরস্কার প্রতিযোগিতা ঝিনাইদহ জেলায় উপস্থিত বিতর্ক প্রতিযোগীতা অংশ গ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করে এবং সনদপত্র লাভ করে।
জাহান-ই-শবনম ক্লাসে ২য় স্থান অধিকার করে ১০ম শ্রেণীতে উত্তীর্ণ হয়।
S.S.C পরীক্ষা শুরু হয় ১০ই মার্চ ১৯৮৯ সাল তার পরীক্ষার কেন্দ্র শৈলকুপা রোল নং- ম-২৪৫, শিক্ষা বর্ষ- ১৯৮৭-৮৮। সাধারণ গণিত ও নৈর্ব্যত্তিক লেটার মার্ক সহ ৬৮০ নম্বর নিয়ে প্রথম বিভাগে S.S.C পাশ করে। তার রেজিষ্ট্রেশন নং- ৫০৬৪/১৯৮৭-৮৮, S.S.C সার্টিফিকেট ইস্যুর তারিখ- ২৭শে জুলাই ১৯৮৯ইং সাল ।
H.S.C পরীক্ষা শুরু হয় ২২শে আগষ্ট ১৯৯১ । তার পরীক্ষার কেন্দ্র শৈলকুপা, রোল নম্বর- ১৪, নিবন্ধন নং- ১০৬৯৩, শিক্ষাবর্ষ- ১৯৮৯-৯০, বিভাগ- বিজ্ঞান। শবনম অংক ও পদার্থ বিদ্যায় লেটার মার্ক সহ ৭৬৯ (ষ্টার মার্ক) নম্বর নিয়ে কৃতিত্বের সাথে সেন্টারে প্রথম স্থান অধিকার করে। ।
বিআইটি তে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় রাজশাহী বিআইটি তে ২৯শে মে ১৯৯১ সাল, ।
তার ভর্তির পরীক্ষার রোল নং- ১৯০৩। বিআইটিতে ভর্তির ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয় চট্রগ্রাম বিআইটিতে এবং বিআইটি চট্রগ্রামে ভর্তি হয়। চট্রগ্রাম বিআইটি হতে রাজশাহী বিআইটিতে স্থানান্তরের সুযোগ হয়।
রাজশাহী বিআইটিতে ১ম বর্ষের “পরিচিতি সভা” (Orientation Meeting) রোজ মঙ্গলবার সকাল ৯.০০ টায় ইনষ্টিটিউটের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ০৭ই ডিসেম্বর ১৯৯৩ সাল । তার রজশাহী বিআইটির ভর্তি নিবন্ধন নং ১২১, শিক্ষাবর্ষঃ ১৯৯১-৯২, বিভাগ: যন্ত্রকৌশল, ক্লাস রোল নং- ৯১২০৭।
সার্ভেয়িং সেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়।
১ম বর্ষের ১ম সেমিষ্টার পরীক্ষা এবং ২য় সেমিষ্টার পরীক্ষা ১৯৯২ অনুষ্ঠিত হয়। ১ম বর্ষের Y.G.P.A= 3.37 (প্রথম শ্রেণী) ছিল।
২য় বর্ষের ৩য় সেমিষ্টার পরীক্ষা এবং ৪র্থ সেমিষ্টার পরীক্ষা ১৯৯৩ অনুষ্ঠিত হয়। ২য় বর্ষের Y.G.P.A= 3.07 এবংC.G.P.A= 3.23 ছিল।
৩য় বর্ষের ৫ম সেমিষ্টার পরীক্ষা এবং ৬ষ্ঠ সেমিষ্টার পরীক্ষা ১৯৯৪ অনুষ্ঠিত হয়। ৩য় বর্ষের Y.G.P.A= 2.99 এবং C.G.P.A= 3.15 ছিল।
রাজশাহী জুট মিলের ১৪ দিনের Industrial Attachment Program এ যোগদান ১৭ই সেপ্টেম্বর হতে, ০১লা অক্টোবর ।
রাজশাহী টেক্সটাইল মিলস এ ১৪ দিনের ৪র্থ বর্ষের Industrial Attachment Program অনুষ্ঠিত হয়। ৪র্থ বর্ষের ৭ম সেমিষ্টার পরীক্ষা এবং ৮ম সেমিষ্টার পরীক্ষা ১৯৯৫ অনুষ্টিত হয়। ৪র্থ বর্ষের Y.G.P.A= 3.25 এবং C.G.P.A= 3.17 ছিল। Equivalent 63.40% Marks, First Class 13th Position And B.Sc Engineer (Mach) ডিগ্রী অর্জন করে।
IMPEL Computer’s হতে Fox pro 2.6, Programming কোর্স সম্পন্ন করে।
B.Sc Engr (Mach) এর Result প্রকাশিত হয় ১২ই ডিসেম্বও ১৯৯৮ । ইঞ্জিনিয়ারিং Course এ তার Credit ছিল ২১২।
প্রকৌঃ মাহমুদ আলম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় প্রকৌঃ জাহান-ই-শবনম ২৬শে ফেব্র“য়ারী ১৯৯৯ সাল ।
কুষ্টিয়াতে চাইনিজ এ বৌ-ভাত অনুষ্ঠান অনুষ্টিত হয় ২৮শে ফেব্র“য়ারী ।
২০০০ সাল ১লা ফেব্র“য়ারী সিদ্দিরগঞ্জ- ২১০ মেগাওর্য়াট, ওয়াড বিদ্যুৎ কেন্দ্রে অস্থায়ীভাবে সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পায় শবনম।
স্থায়ীভাবে সহকারী প্রকৌশলী হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রধান কার্যালয় নিয়োগ প্রাপ্ত হয় ৮ই মার্চ ২০০০ সাল
ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করে শবনম ২০০০ সাল ৬ই মেঃ ।
প্রকৌশ একাডেমী, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর আঞ্চলিক প্রশিক্ষণ কোর্স টংগীতে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন।
Bangladesh Institute of Management Dhaka ‡Z Special Management Training Program for the Engineers of Power Development Board এর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে।
Bangladesh Academy for Rural Development (BARD), Kotbari,Comilla তে Management Development & Rural Economy এর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর অধীনে কুষ্টিয়া নির্বাহী প্রকৌশলী-০২, সহকারী প্রকৌশলী হিসেবে জাহান-ই-শবনমের যোগদান মার্চ ২৩ ইং তারিখ ২০০২ সাল ।
২০০৩ সাল ২৬শে এপ্রিল
The Institute of Engineer’s Bangladesh Headquarter, Romna ‡Z Membership পদ লাভ করেন। সদস্য নম্বর
M-17637, Effective Date : 26.04.2003.
জাহান-ই-শবনম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এর আওতাধীন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া M.B.A Course ভর্তি হয়। তার আইডি নং ছিল 05-1-33-411-017.
M.B.A Course এর প্রথম সেমিষ্টার সম্পন্ন করে ডিসেম্বর ০৫ ২০০৫সাল ।
M.B.A Course এর ২য় সেমিষ্টার সম্পন্ন করে জুন ০৬, ২০০৬ সাল ।
M.B.A Course এর ৩য় সেমিষ্টার সম্পন্ন কওে নভেম্বর ০৬ঃ ।
M.B.A Course এর ৪র্থ সেমিষ্টার সম্পন্ন করে জুন ০৭, ২০০৭ সাল ।
Master of Business Administration (M.B.A) Program of this university 2006, অর্জন করেন। তার C.G.P.A= 2.68. Out of 04 ছিল।
সিনিয়র এসিস্ট্যান্ড ম্যানেজর (সিনিয়র সহকারী প্রকৌশলী) বিক্রয় ও বিতরণ কেন্দ্র-২, ওজোপাডিকো, কুষ্টিয়াতে যোগদান ১৬ই ডিসেম্বর ২০০৭।
তাহার জন্ম নিবন্ধন নং ০০৫৪১৭, নিবন্ধন তারিখঃ ০২-০১-২০০৮, ইস্যুরন তাং- ০৬-০১-২০০৮ইং, স্থান শৈলকূপা পৌরসভা, ব্যক্তি পরিচিতি নং- ১৯৭৪৪৪২৮০০৫০০৪১৭।
২০০৮,আগষ্ট ২৫ ইং তারিখ ঃ প্রকৌঃ জাহান-ই-শবনম জাপান সরকারের JICA কর্তৃক দি ইমপ্রোফমেন্ড ফর ইলেকট্রিক পাওয়ার ডিসট্রিবিউশন গ্রীড” (The Improvement For Electric Power Distribution Grid.) কোর্সের উপর ৪০ দিনের ট্রেনিং এর জন্য দুপুর ২.১০ মিনিটে জাপান এয়ার লাইন্স ঢাকা ত্যাগ করে এবং ৪০ দিন জাপানের টোকিও, ওসাকা ও ওকিনোয়া দ্বীপপুঞ্জে অবস্থান করে।
উপরোক্ত কোর্স সম্পন্ন করে জাপান সরকারের সার্টিফিকেট অর্জন করে অক্টোবর ০৪,২০০৮ ।
পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানী পশ্চিম জোনের ১১০ ভোল্ট ডিসি বেটারী ও বেটারী চার্জার ক্রয় এর উদ্দেশ্য প্রকৌঃ জাহান-ই-শবনম, ভারতে হায়দ্রাবাদ অন্ধ্র প্রদেশে গমন করে । ভারতের জি.এম.জি. এয়ারলাইন্সের একটি বিমানে বিকাল ৪টায় ঢাকা ত্যাগ করে মার্চ ১৫ ইং তাং ২০১০ সাল ।
ভারতের কলকাতা, আজমীর শরীফ, আগ্রা, গেদে সহ বিভিন্ন স্থান ভ্রমন। আগষ্ট মাসে প্রকৌ: জাহান-ই-শবনম ও প্রকৌঃ মাহমুদ আলম সহ ভারতের কলিকাতায় শবনমের ল্যাপরোস্কপী অপারেশনের জন্য গমন করে। সেই সাথে আজমীর শরীফ সহ আগ্রার তাজমগল ভ্রমণ করে।
১৪ই আগষ্ট পর্যন্ত ভারতের আজমীর ভ্রমণ।
১৫ই আগষ্ট ভারতের আগ্রার তাজমহল ভ্রমণ।
১৮ই আগষ্ট ভারত ভ্রমনের শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন করে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর “Programmable Digital Meter” এর উপর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন।
নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরন বিভাগ-১ ওজোপাডিকোলিঃ কুষ্টিয়া অধীনে সিনিয়র সহকারী ম্যানেজার (সিনিয়ার সহকারী প্রকৌশলী) হিসেবে জাহান-ই-শবনমের যোগদান মে ১৪ ইং তাং ২০১১ সাল ।
নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ-০১, ওজোপাডিকোলিঃ, কুষ্টিয়ার অধীনে উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে জাহান-ই-শবনম যোগদান করে নভেম্বর ২৬ ইং তাং ।
২০১২ সাল এপ্রিল ১৯ ইং তাং নির্বাহী প্রকৌশলী (এক্সক্লুসিভ) বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকোলিঃ কুষ্টিয়া হিসেবে জাহান-ই-শবনম এর যোগদান।
ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ হতে Public Procurement ACT & Rules এর উপর প্রশিক্ষণ সম্পন্ন করে।
নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকোলিঃ, কুষ্টিয়া হিসেবে জাহান-ই-শবনম এর যোগদান ২০১৩ সাল জুন ২৯ ইং তারিখ ।
জুলাই ২১ ইং তারিখ নির্বাহী প্রকৌশলী (স্থায়ী) বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকোলিঃ, কুষ্টিয়া হিসেবে জাহান-ই-শবনম এর যোগদান।
খুলনায় প্রশিক্ষণ কোর্সে যোগদানের জন্য জাহান-ই-শবনমের গমন করে।
TQM & Training Center (DTC) Khulna n‡Z “Orientation & Induction Training” Course সম্পন্ন করে।
নির্বাহী প্রকৌশলী , বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকোলিঃ যশোর দপ্তরে জাহান-ই-শবনমের যোগদান আগষ্ট ১২ ইং তারিখ ২০১৩, ।
VDO GALARY
Zahan-E-Shabnam-" Milion" -1,
Every Year Gap Photo -2
Zahan Shabnam Album-3
Zahan Shabnam Album- 4
Document
- Information of Shabnam-2942 (10)
- Personal Details Information-2942(11)
- National ID Card 2950(1)
- Visiting Card ,Kushtia-2953
- Visiting Card ,Jess ore- 2956
- WZPDCL Card 2950(10)
- PDB Card -2950(11)
- I E B ID Card-2950(20)
- BIT Convocation Card-2950(21)
- JICA. ID Card- 2950(90)
- Shabnam’s ID Card China-2950(92)(1)
- Shabnam’s ID Book of CHINA2950(92)(2)
- Monogram of Shabnam-2950(95)
- Signature-2950 (96)
- Sitara Zahan ID-1950(1)
Personal Photo
- Shabnam Singal-2980 (1)
- Shabn Best (Beautiful) Photo-2980(2)
- Shabnam Pasport Size Photo-2980(3)
- Shabnam Specal Photo-2980 (4)
- Shabnam Childhood Photo-2980 (5)
- Shabnam School Photo-2980 (6)
- Shabnam Collage Photo-2980 (7)
- Shabnam BIT-RUET Photo-2980 (8)
- Shabnam Offical Photo-2989 (09)
- Shabnam Service Life Photo-2980(10)
- Shabnam Studio Photo-2980 (11)
- Shabnam Fram Photo-2980 (12)
- Shabnam Sea-Bich Photo-2980 (13)
- Shabnam Porzaton Area Photo-2980(14)
- Shabnam Chettagon Area Photo-2980(15)
- Shabnam & Relative Photo-2980(16)
- Shabnam with BIT Friend Photo -2980(17)
- Shabnam & Other Photo-2980 (18)
- Shabnam Cutting Photo -2980 (19)
Functional Day’s Photo,
Life’ Change’s Photo
- Shabnam Yearly Gap-2980 (27)
- Shabnam-1984-2980 (29)(1)
- Shabnam-1985-2980 (29)(2)
- Shabnam-1986-2980 (29)(3)
- Shabnam-1987-2980 (29)(4)
- Shabnam-1988-2980 (29)(5)
- Shabnam-1989-2980 (29)(6)
- Shabnam-1990-2980 (29)(7)
- Shabnam-1991-2980 (29)(8)
- Shabnam-1992-2980 (29)(9)
- Shabnam-1993-2980 (29)(10)
- Shabnam-1994-2980 (29)(11)
- Shabnam-1995-2980 (29)(12)
- Shabnam-1996-2980 (29)(13)
- Shabnam-1997-2980 (29)(14)
- Shabnam-1998-2980 (29)(15)
- Shabnam-1999-2980 (29)(16)
- Shabnam-2000-2980 (29)(17)
- Shabnam-2001-2980 (29)(18)
- Shabnam-2002-2980 (29)(19)
- Shabnam-2003-2980 (29)(20)
- Shabnam-2004-2980 (29)(21)
- Shabnam-2005-2980 (29)(22)
- Shabnam-2006-2980 (29)(23)
- Shabnam-2007-2980 (29)(24)
- Shabnam-2008-2980 (29)(25)
- Shabnam-2009-2980 (29)(26)
- Shabnam-2010-2980 (29)(27)
- Shabnam-2011-2980 (29)(28)
- Shabnam-2012-2980 (29)(29)
- Shabnam-2013-2980 (29)(30)
- Shabnam-2014-2980 (29)(31)
- Shabnam-2015-2980 (29)(32)
- Shabnam-2016-2980 (29)(33)
- Shabnam-2017-2980 (29)(34)
- Shabnam-2018-2980 (29)(35)
Self Family Photo
Parant Family (Warash) Photo
Festival Day’s Photo
Offical Training Program
Local Tore Visit Photo,
Foreign Tour Visit Photo
General Photo
Relative’s Photo
- Uncle,Unti,Fufa,Fufu, Katlagari Relative-6380(10)
- Uncle,Unti,Fufa,Fufu, Katlagari Relative-6380(11)
- Uncle,Unti,Fufa,Fufu, Katlagari Relative-6380(12)
- Uncle & Fufu. Katlagari Relative-6380(13)
- Mama ,Mami, Kaligang Relative-6380(30)
- Sukti Magura Relative-6380(31)
- Wahidur Rahman Family Relative-6380(32)