প্রাথমিক স্কুল জীবন
(১৯৭৯-১৯৮৩ সাল)
১৯৭৯ সালে ১লা জানুয়ারী তে মিলনকে শৈলকুপা প্রাথমিক বালিকা বিদ্যালয় ১ম শ্রেণীতে ভর্তি করে দেওয়া হয়। মা একই স্কুলের প্রিন্সিপাল হওয়ায় মেয়ের প্রতি পড়ালেখার যতœ একটু বেশী। অত্যন্ত কৃতিত্বের সাথে ১ম শ্রেণী, ২য় শ্রেণী, ৩য় শ্রেণী ও ৪র্থ শ্রেণী শেষ করে থেকে ১৯৮৩ সালে ১লা জানুয়ারীতে ৫ম শ্রেণীতে ১ম স্থান অধিকারিনী হয় জাহান-ই-শবনম এবং ৫ম শ্রেণীতে টেলেন্টপুল বৃত্তি প্রাপ্ত হয়। ১১ই জানুয়ারী ১৯৮৩ তে জাতীয় শিশু পুরস্কার প্রতিয়োগীতা-৮৩ শিশু একাডেমী কমিটি হতে নৃত্যে ১ম পুরস্কার ও সনদপত্র লাভ করে।
মাধ্যমিক স্কুল জীবন
(১৯৮৪-১৯৮৯ সাল)
১৯৮৪ সালে প্রাইমারী স্কুলের শিক্ষা শেষ করে মা সিতারা জাহান এর শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় এবং ১৯৮৬ সালে ৮ম শ্রেণীতে প্রথম স্থানে টেলেন্টপুলে বৃত্তি লাভ করে। ১৯৮৭ সালে ৯ম শ্রেণীতে উত্তীর্ণ হয় এবং বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক মৌসুমী পুরস্কার প্রতিযোগীতা ১৯৮৭র উপস্থিত বিতর্ক (দলগত ভাবে) শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষে অংশ গ্রহণ করে ১ম স্থাণ অধিকার করে সনদপত্র লাভ করে ,মৌসুমী শিশু পুরস্কার প্রতিযোগীতা ঝিনাইদহ জেলায় উপস্থিত বিতর্ক প্রতিযোগীতা অংশ গ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করে এবং সনদপত্র লাভ করে।
১৯৮৯ সালে মার্চ মাসে S.S.C ,পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সাথে গণিত ও নৈর্বাত্তিক বিষয় (লেটার মার্কস) সহ সেন্টারে ২য় স্থান অধিকারিনী হন।
কলেজ জীবন
(১৯৯০-১৯৯২ সাল)
১লা জানুয়ারী ১৯৯০ মালে জাহান-ই-শবনম ,শৈলকুপা কলেজ এর ১ম বর্ষের ছাত্রী এবং ১৯৯১ সালের শেষ দিকে HSC , পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সাথে অংক ও পদার্থ বিদ্যায় লেটার মার্কস সহ (ষ্টার মার্কস) সহ সেন্টারে প্রথম স্থান অধিকার করে।
প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BIT) এর জীবন
(১৯৯৩-১৯৯৮ সাল)
১৯৯৩ সালে ভর্তির সুযোগ মেলে বিআইটি রাজশাহীত যন্ত্র-প্রকৌশল ছাত্রী হিসেবে। ৭ই ডিসেম্বর ১৯৯৩ সালে রজাশাহী বিআইটিতে ১ম বর্ষের পরিচিতি সভা হতে শুরু হয় প্রকৌশল শিক্ষা জীবন। ১ম বর্ষ শেষ হয় ১৯৯৪ সালে, ২য় বর্ষ শেষ ১৯৯৫ সালে রাজনৈতিক গোলমালের কারণে ১৯৯৬ সালে ৩য় বর্ষ শেষ হয় না, ১৯৯৭ সালের শেষের দিকে শেষ হয় ৩য় বর্ষ। ১৯৯৮ সালে রাজশাহী টেক্সটাইল মিলস এর ১৪ দিনের Industrial Attachment Program শেষ করে। ১৯৯৮ সালের নভেম্বর মাসে চুড়ান্ত ও ফাইনাল পরীক্ষার মুখোমুখি হয় জাহান-ই-শবনম ফলাফল হাতে এলো ডিসেম্বর মাসে ১৯৯৯ সালে B.Sc.Engineering degree সাফল্যতা হাতের মুঠোয় চলে এলো । সমাপ্তি হলো শিক্ষা জীবন সর্বকালের জন্য। অত্যন্ত কৃতিত্বের সাথে CGPA=3.17 (Equivalant 63.40%) সহ ১৩তম স্থান অধিকার করে জাহান-ই-শবনম ।
ইসলামী বিশ্ববিদ্যালয় জীবন
(২০০৫-২০০৭ সাল)
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন গাজীপুর আওতাধীন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ২০০৫ সালে এমবিএ কোর্স এ ভর্তি হয় এবং ২০০৭ সালে জুন মাসে এমবিএ কোর্স শেষ হয়। ২০০৭ সালে ডিসেম্বর মাসে রেজাল্ট প্রকাশিত হয় CGPA=2.68 Point এ ১ম শ্রেণীতে ২য় স্থান অধিকার করেন
বিদেশী ডিগ্রি
(২০০৮ সাল)
২০০৮ সালের আগষ্ট মাসে জাইকা কৃর্তক ‘দি ইমপ্রোফমেন্ট ফর ইলেকক্ট্রিক পাওয়ার ডিসিট্রিবিউশন গ্রীড’ এর কোর্সে জাপান থেকে কোর্স সম্পন্ন করে জাপান সরকারের ডিগ্রী সহ সার্টিফিকেট অর্জন করেন।
প্রশিক্ষণ
৬.১ ১৩ই নভেম্বর ২০০০ হইতে ২৬ ডিসেম্বর ২০০০ইং তারিখ পর্যন্ত) ইঞ্জিনিয়ারিং একাডেমী কাপ্তাই, রাঙ্গামাটি পাবর্ত্য জেলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে Induction Training Course of Assistant Engineer -এর বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে।
৬.২ ১লা জানুয়ারী ২০০১ হইতে ০৮ই ফেব্র“য়ারী ২০০১ইং তারিখ পর্যন্ত Regional Training Center (RTC) Tongi, Gazipur G Induction Training Course বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন।
৬.৩ ১০ই ফেব্র“য়ারী ২০০১ হইতে ১৫ই ফেব্রুয়ারী ২০০১ইং তারিখ পর্যন্ত Bangladesh Institute of Management (BIM) Sobhanbag, Mirpur Road Dhaka, 1207 Dhaka, 1207 তে Special Management Training Program for the Executives of Power Development Board (BPDB) এর বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন।
৬.৪ ১৭ই ফেব্র“য়ারী ২০০১ইং তারিখ হইতে ২২ ফেব্রুয়ারী ২০০১ইং তারিখ পর্যন্ত Bangladesh Academy for Rural Development (BARD) Kotbari, Comilla তে Development and Rural Economy বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন।
৬.৫ ১লা ডিসেম্বর ২০১০ইং তারিখ হইতে ০৭ই ডিসেম্বর ২০১০ ইং তারিখ পর্যন্ত Directorate of Training & Career Development BPDB,Dhaka তে Programmable Digital Meter-এর বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে।
৬.৬ ১৩ই অক্টোবর ২০১২ইং তারিখ হইতে ১৯ অক্টোবর ২০১২ইং তারিখ পর্যন্ত Engineering Staff College,Bangladesh (ESCB), তে Procurement Act & Rules-এর বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে।
৬.৭ ১৮ই মে ২০১৩ হইতে ২০শে মে ২০১৩ইং তারিখ পর্যন্ত Institute of Energy, University of Dhaka তে Renewable (Solar) Energy And Application -এর বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে।
৬.৮ ২৭শে জুলাই ২০১৩ হইতে ০৭ই আগষ্ট ২০১৩ ইং তারিখ পর্যন্ত TOM & Training Center, DTC, Khulna তে Orientation & Induction Training -এর বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে।
৬.৯ ২৭শে ডিসেম্বর ২০১৪ হইতে ৩১শে ডিসেম্বর ২০১৪ ইং তারিখ পর্যন্ত TOM & Training Center, DTC, Khulna তে Basic & Computer & Auto CAD -এর বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে।
৬.১০ ২১শে মার্চ ২০১৫ ইং তারিখে Economic Relation Division (ERD), Jessore Division এ Dissemination Workshop -এর বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে।
জাহান-ই-শবনম
Education
- Engr. Shabnam. Eduation Certificate.-2900
- Engr. Shabnam. SSC. Certificate-.2901
- Engr. Shabnam. HSC. Certificate-2902
- Engr. Shabnam. BSc. Engineering Certificate.-2903
- Engr. Shabnam. MBA Certificate-2904
- Engr. Shabnam. IEB Certificate.-2908
- Engr.Shabnam. JAPAN ,JICA (Foreign) Certificate -2909
- Engr. Shabnam. CANADIAN Asst t. Foreign Certificate–2910
- Engr.Shabnam. Computer Certificate.-2921
- Engr. Shabnam. School. level Other Certificate–2922
- Sitara Zahan Education Certificate-1912
- Sitara Zahan Train Certificate-1913
- Engr Sower E Morshed (Sony) B.Sc Engr. Certificate-3415(3)